বরিশালে বিএনপির পৃথক সমাবেশ,পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল পন্ড

বরিশালে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদে পৃথক সমাবেশ করেছে জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি। পুলিশ বেষ্টনীতে সমাবেশ করতে পারলেও বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল প- হয়ে যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের অশি^নীকুমার হল সম্মুখে উত্তর জেলা বিএনপি এবং জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপি পৃথক ওই বিক্ষোভ সমাবেশ করে।
বিএনপির পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো নগরীর সদর রোডসহ আশপাশের এলাকায়।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে অনাকাংখিত ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে সদর রোডের অশি^নী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানসহ অন্যান্যরা। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোডে যাওয়ার পথে অশি^নী কুমার হলের প্রধান ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল করতে পারেনি তারা।
অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে একই সময়ে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান, সদর উপজেলা বিএনপি নেতা নুরুল আমীন, বাাকেরগঞ্জ বিএনপির নেতা নাসির উদ্দিন হাওলাদার, উজিরপুরের শহীদুল ইসলামসহ অন্যান্যরা।
পৃথক সমাবেশে বক্তারা ২৬ মার্চ বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদ জানান। তারা ওইসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।