বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি, সমাবেশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জমায়েত হয় নেতাকর্মীরা। সেখান থেকে  একটি র‌্যালি নিয়ে বিভিন্বেন সড়ক প্ররদক্ষিণ শেষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদ নিলুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সমন্বকারী আরিফুর রহমান মিরাজ, জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা প্রমুখ।