বরিশালে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসা প্রদানের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।
বুধবার (১৫ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আলী হায়দার বাবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. শহীদ হোসেন ও সাদেকুর রহমান লিঙ্কন ও আইনজীবী ফোরাম সদস্য হাফিজ আহমেদ বাবলু।
সমাবেশে বক্তারা বেগম জিয়াকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসা করার দাবী জানান।
পরে আইনজীবী সমিতি ভবনের দোতালায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।