বরিশালে বিএনপির বিক্ষোভ, ছাত্রদলের মিছিলে পুলিশের বাঁধা

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি।
উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টু, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জ্বালানী তেলের মূল্য কমিয়ে আনা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় এসে যোগ দেয়। সমাবেশ শেষে ছাত্রদল সদর রোডে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাদের বাঁধা দেয় পুলিশ।
অপরদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।