বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূরর্ঘটনায় নেতা নিহত

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূরর্ঘটনায় নেতা নিহত

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে রহমতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে উজিরপুরের ওটরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আক্তার হোসেন।  বৃহস্পতিবার ২৬ মে সন্ধ্যা ৭টার দিকে এই দুরর্ঘটনা ঘটে। 

উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দোহা আজাদ জানান, গতকাল বিকেলে সদর রোডের বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ওটরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আক্তার হোসেন। অংশগ্রহন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে রহমতপুর সেতু মোড় অতিক্রমকালে সাবরেজিস্ট্রি অফিসের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নগরীর বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এদিকে বরিশালে বিএনপির বিক্ষোভ সামবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুরর্ঘটনায় এক তৃনমূল নেতা নিহত হওয়ার ঘটনায় নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।