বরিশালে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ : ঝাড়– মিছিল

বরিশালে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ : ঝাড়– মিছিল

  বরিশালে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগে মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবীরের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে নেতাকর্মীরা। পরে তারা দলীয় কার্যালয় চত্ত্বরে মীর জাহিদের কুশপুত্তলিকা দাহ করে। নগরীর ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র বঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে সোমবার বিকেলে এই ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়। 

সোমবার  বিকেলে নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কি চত্ত্বর থেকে ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফুল ইসলামের নেতৃত্বে একটি ঝাড়– মিছিল বের হয়। মিছিল থেকে ‘মীর জাহিদের দুই গালে জুতা মারো তালে তালে; অবৈধ কমিটি মানিনা- মানবো না’ ইত্যাদী নানা শ্লোগান দেয়া হয়। 

মিছিলটি নাজিরের পোল এবং সদর রোড হয়ে দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মীর জাহিদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেন বঞ্চিত বিএনপি নেতাকর্মীরা। 

মিছিলে অংশগ্রহনকারী ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু হানিফ সুমন বলেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক অথবা সদস্য সচিব পদ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ১ মাস আগে মীর জাহিদ তার কাছে ১ লাখ টাকা দাবি করেন। প্রতিটি ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছ থেকে ১ লাখ করে ২ লাখ টাকা তুলে কেন্দ্রে ওয়ার্ড প্রতি ১ লাখ টাকা করে দিতে হয় বলে মীর জাহিদ তাদের জানিয়েছেন। সুমন বলেন, গত প্রায় ১৪ বছরে ২৩টি মামলার আসামী হয়েছেন। এই মামলাগুলো নিস্পত্তি করতে গিয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছেন। এ অবস্থায় অর্থ দিয়ে কমিটিতে পদ পাবার মতো অবস্থা তার নেই। টাকা দিতে না পাড়ায় মহানগর আহ্বায়ক ও সদস্য সচিব অন্য ব্যক্তিদের কাছ থেকে ১ লাখ টাকা করে নিয়ে নতুন কমিটি গঠন করেছে। তারা এই কমিটি মানেন না। 

গত রবিবার রাতে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির স্বাক্ষরিত নগরীর ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র নতুন কমিটি ঘোষনা করা হয়। শামসুল আলম টুলুকে আহ্বায়ক এবং আরিফুর রহমান বারুদকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি ঘোষনা করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির দপ্তর বিষয়ক সদস্য জাহিদুর রহমান রিপন। অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষনা করা হয়েছে দাবি করে নতুন এই কমিটি বাতিলের দাবিতে ঝাড়– মিছিল করলো তারা। 

এর আগে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে মহানগর বিএনপি’র দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে। 

এ বিষয়ে মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবীর মুঠোফোনে বলেন, টিম লিডার যাচাই-বাচাই করে কমিটির খসড়া দিয়েছে। শীর্ষ নেতারা যোগ্যদের নেতৃত্বে রেখে কমিটি অনুমোদন দিয়েছে। কমিটি গঠনে অর্থ লেনদেনের বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।