বরিশালে লাইসেন্স ছাড়া ফ্যানে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় জরিমানা

বরিশালে লাইসেন্স ছাড়া ফ্যানে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় জরিমানা


পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় এবং অবৈধভাবে পণ্য বিপণন করার অভিযোগে ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ে উদ্যোগে বরিশাল নগরের হাটখোলা এলাকার গগণ গলিতে অভিযান চালিয়ে ওই দ- দেয় ভ্রাম্যমান আদালত।

বিএসটিআই এর বরিশাল বিভাগীয় অফিসের উপ-পরিচালক প্রকৌ: মো: শফিউল্লাহ্ খান জানান, সিলিং ফ্যান ( ব্রান্ডঃ স্প্রিড কিং) পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় এবং অবৈধভাবে পণ্য বিপণন করায় এমইপি ফ্যান লিঃ (গঊচ) নামক প্রতিষ্ঠানের জিএম সৈয়দ মুহাম্মদ ইয়াহিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় একই আইনের ২৭ ধারায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পনতৃত্ব পদন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। এসময় বিএসটিআ’র ফিল্ড অফিার প্রকৌশলী মো. মাহফুজুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।