বরিশালে বিজিএমইএ’র পাওয়া পিপিই পেলেন ডাক্তার-নার্স ও সাংবাদিকরা

বরিশালে বিজিএমইএ’র পাওয়া পিপিই পেলেন ডাক্তার-নার্স ও সাংবাদিকরা

গার্মেন্ট শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ থেকে পাওয়া ৯ কার্টন (২৭০ পিস) পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) চিকিৎসক, নার্স ও সাংবাদিকদের মাঝে বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন।

বুধবার দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে নির্দিষ্ট শারীরিক দূরত্ব অনুসরণ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিদের হাতে ওই পিপিই হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৪ কার্টন (১২০ পিস) এবং সিভিল সার্জন কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪ কার্টন (১২০পিস) পিপিই হস্তান্তর করেন। এ সময় উপস্থিত করোনা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝেও পিপিই বিতরণ করেন জেলা প্রশাসক।

পিপিই বিতরণকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জিবিএমইএ’র দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ডাক্তার-নার্স এবং করোনা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রণকারী সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে ১২ কার্টন পিপিই সহায়তা দেয়া হয়। গতকাল মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৪ কার্টন ও সিভিল সার্জন কার্যালয়ের জন্য ৪ কার্টন এবং উপস্থিত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। আরও সহায়তা পেলে পর্যায়ক্রমে করোনা প্রতিরোধ সংশ্লিষ্ট অন্যান্যদের মাঝেও পিপিই দেয়া হবে।