বরিশালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানবন্ধন

জ্বালানী, বিদ্যুত ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে পৃথক মানববন্ধন করেছে বিএনপি।
সোমবার বেলা সাড়ে ১১টায় মহানগর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিএনপির উদ্যোগে ওই নমানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
এর আগে বেলা ১১টায় নগরীর আগরপুর রোডে প্রেসক্লাবের সামনে যৌথ মানববন্ধন করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যান্যরা।
পৃথক মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান অনির্বাচিত সরকার বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পারছে না। নতুন করে জ্বালানী, বিদ্যুত ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। সবকিছুর মূল্য বৃদ্ধির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। বক্তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
এদিকে বিএনপির মানববন্ধন উপলক্ষ্যে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।