বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বরিশাল নগরীর রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিল এলাকার নিজ বাসায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির তালুকদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব। মনির নগরীর রূপাতলী এলাকার আব্দুস ছত্তার তালুকদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, নিজ বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনির। অচেতন অবস্থায় দ্রুত তাকে হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরহে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই মো. তানজিল জানান, সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।