বরিশালে চাঁদার দাবিতে হামলা ও হত্যার হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা আহত ড্রেজার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী রহিমা বেগম।
সংবাদ সম্মেলনে তার অভিযোগ হামলাকারীরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন আর তার স্বামীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
শনিবার (২২ জুন) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রহিমা বলেন, তার স্বামী দেলোয়ার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী। ওই এলাকার বাসিন্দা রফিক হাওলাদার ও মেহেদি হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে দেলোয়ারের কাছে চাঁদা দাবি করে আসছিলো। প্রথমে তারা ড্রেজার ব্যবসায়ী দেলোয়ারের কাছ থেকে ৫০ হাজার টাকা জোর করে নিয়ে যায়। পরবর্তীতে আরো চার লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় রফিক ও মেহেদি তাদের সহযোগীরা গত ১৭ মে হত্যার উদ্দেশে দেলোয়ারের ওপর হামলা করেন। এতে তিনি গুরুত্বর আহত হন।
তিনি বলেন, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় গত ২৫ মে একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা দায়েরের পর মামলা তুলে নিতে এবং ধার্যকৃত চাঁদার টাকা পরিশোধের জন্য সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এদিকে মামলা দায়েরের পরও থানা পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। আবার হামলাকারীরা এলাকাতেই অবস্থান করছেন। এ অবস্থায় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম ভোরের আলোকে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।