বরিশালে বিবিডিসির উদ্যোগ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পায়ে হেঁটে দিনব্যাপী মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।
গতকাল রোববার বরিশাল নগরের বিভিন্ন গনগুরুত্বপূর্ণ স্থানে নাগরিকদের মাঝে মিনামূল্যে মাস্ক বিতরণ করে বিবিডিসি।
বরিশাল নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, মেডিকেলসহ বিভিন্ন জনবহুল এলাকা গুলোতে প্রায় দের হাজারের অধিক মানুষের মাঝে বিবিডিসির স্বেচ্ছাসেবকরা মাস্ক বিতরণ করে। একই সঙ্গে তারা মাস্কের সঠিক ব্যাবহার এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সচেতনতা কার্যক্রম চালায়। নগরীর বিভিন্ন খোলা দোকানী, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাস্ক পরিয়ে দেন তারা।
মাস্ক নাই, সেবা নাই; জানা সত্বেও মেডিকেল প্রাঙ্গণে বহু রোগীর স্বজনরা মাস্ক বিহীন ঘোড়াফেরা করতে দেখায় বিবিডিসির তরুন স্বেচ্ছাসেবকরা তাদের হাতে মাস্ক তুলে দেন এবং মাস্ক ছাড়া মেডিকেলে প্রবেশ না করার জন্য সচেতন করে। মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি তারা যুবসমাজের মাঝে রক্তদানে উৎসাহিত করেন। এসময় রক্তদানের উপকারিতা সম্পর্কেও মানুষদের সচেতন করা হয়।