বরিশালে বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

বরিশালে বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি


বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল এবং নগরীর চৌমাথা এলাকায় ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় নগরীর চৌমাথা এলাকায় ‘আর নয় সড়কে মৃত্যু, পথিকের পথ চলা হোক শান্তি ও নিরাপদ’ শ্লোগান নিয়ে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামে একটি যুব সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকারিয়া হৃদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান, ফারজানা আক্তার, সুলতানা মিম ও মাহমুদুল হক।

বক্তার বলেন, নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় যানবানের চাপ সারা দিনই লেগে থাকে। এসব এলাকার জনসাধারন নির্বিঘেœ পথ চলতে এবং পাড়াপাড় হতে পারেনা। সড়ক পাড়াপাড় হতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় নিহত হন। এসব এলাকার জনগনের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট সব জায়গায় ফুটওভার ব্রীজ নির্মানের দাবী জানান বক্তারা।