৪ দিনের মাথায় ডুবে যাওয়া ফেরির সবশেষ ট্রাক উদ্ধার

৪ দিনের মাথায় ডুবে যাওয়া ফেরির সবশেষ ট্রাক উদ্ধার

ফেরি উল্টে যাওয়ার ৪ দিনের মাথায় সবগুলো যানবাহন উদ্ধার সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রো রো শাহ আমানত ফেরি হতে ১৪টি যানবাহন উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এদিকে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম শনিবার সকাল ১০টার দিকে এসে বহরে যুক্ত হয়।

হামজা উদ্ধার অভিযানে ৪র্থ দিনে দুটি কাভার্ড ভ্যান ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ নিয়ে ডুবে যাওয়া সব যানবাহন উদ্ধার শেষ হলো। জানা গেছে, আজ কিংবা আগামীকাল ডুবুরি দল দিয়ে সার্চ করে কোনো যানবাহন না পেলে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করবে হামজা।

অপরদিকে শনিবারে যুক্ত হওয়া উদ্ধারকারী জাহাজ রুস্তম শুধু ৫ ও ৪ নম্বর ঘাটের মধ্যবর্তী এলাকায় রাখা ৫ কাভার্ড ভ্যান উদ্ধারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। শনিবার সন্ধ্যা পৌনে ৮ পর্যন্ত ৪ টি যানবাহন উদ্ধারে সক্ষম হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসির যুগ্ম পরিচালক ও উদ্ধার অভিযানের প্রধান সমন্বয়ক মো. হাফিজুর রহমান বলেন, ‘উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম শুধু নিখোঁজ যানবাহন উদ্ধার করবে। এর পর ডুবুরি দল দিয়ে সার্চ করা হবে আরও কোনো যানবাহন আছে কিনা। না পেলে উদ্ধার কাজ সমাপ্ত করা হবে।

ফেরি উদ্ধারের বিষয়টি বিআইডব্লিউটিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এ দিকে শনিবার দুপুর ১২ টার দিকে ডুবে যাওয়া ট্রাক চালক ও মালিকেরা উদ্ধার যানবাহন ক্ষতিপূরণসহ দ্রুত হস্তান্তরের দাবিতে পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় মানববন্ধন করেছেন। এ সময় মালিকেরা বলেন, ডুবে যাওয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। উদ্ধার যানবাহন যে মাঠে রাখা হয়েছে তা অরক্ষিত। সেখান থেকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘আগে আমরা যানবাহন উদ্ধার শেষ করব। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম মিলে সক্ষমতা নেই এ ফেরি তুলার। তাই কীভাবে ফেরি উদ্ধার কাজ শুরু হবে তা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, ফেরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। দ্রুত হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, যে কেউ মালিকানা দাবি করতে পারে। তাই যানবাহনের মালিকদের যাচাই বাছাই করে হস্তান্তর করা হবে। যাতে কোনো বিব্রতকর অবস্থায় পড়তে না হয়।

২৭ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫নম্বর পন্টুনের প্রথম পকেটে আমানত শাহ নামের রো রো ফেরি যানবাহন আনলোড করতে গিয়ে ডান দিকে কাত হয়ে একাংশ ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা ১৪টি পণ্যবোঝাই ট্রাকসহ কয়েকটি মোটরসাইকেল পদ্মায় ডুবে যায়।

এ দিকে একটি সূত্র জানিয়েছে, মানিকগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট কমিটি তাদের ৫ দিনে শেষ কর্মদিবস রবিবারও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন না। ফেরি উদ্ধারের কোনো খবর নেই। ফেরি উদ্ধার শেষ না হলে তদন্তকাজ শেষ হবে না বলেও জানায় সূত্রটি।

এ বিষয়ে আগেই মানিকগঞ্জ জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন, তারা সময় আবেদন করলের তা বড়িয়ে দেওয়া হবে।