বরিশালে বীমা মেলার উদ্বোধন

বরিশালে দুই দিনব্যাপী বীমা মেলার উদ্বোধন হয়েছে। ‘জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বীমা করি প্রতি জনে’ শ্লোগান নিয়ে বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এই মেলার আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী মেলার উদ্বোধন করেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. নাজনীন কাওছার চেীধুরী ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনোজ কুমার ঘরামী।
মেলায় ৮১টি বীমা প্রতিষ্ঠান ও ট্রেনিং একাডেমীসহ মোট ১১০টি স্টল রয়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, বীমা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়েজন করা হয়েছে। বীমা মানুষের বন্ধু। বীমা মানুষকে সুরক্ষা দিতে পারে। বীমা দেশকে দিতে পারে সমৃদ্ধি। দেশ ও জনগনের নিরাপত্তা, অর্থনীতির উন্নতি সব কিছুর জন্য বীমা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।