বরিশালে বৃহত্তম শ্মশান দিপাবলী উৎসবে মানুষের ঢল

বরিশালে বৃহত্তম শ্মশান দিপাবলী উৎসবে মানুষের ঢল

বরিশালে চলছে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দিপাবলী উৎসব। বৈরি আবহাওয়াকে যেনো কোনো বাঁধাই মনে করছেন না দর্শনার্থীরা। সূর্যাস্ত হতে না হতেই প্রদীপ হাতে বৃষ্টি কাঁদা মেখে পূর্ব পুরুষের সমাধি-মন্দিরে পূজাআর্চনা করতে শ্মশানে উপস্থিত হন স্বজনেরা। অন্যদিকে দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ দীপাবলি উৎসবে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো দর্শনার্থী।

গতকাল রবিবার বিকাল থেকে নগরের কাউনিয়ায় বরিশাল মহাশ্মশানে রোববার সন্ধ্যায় ২০০ বছরের অধিক সময় ধরে চলা এই মহাশ্মশানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয় এবারের দীপাবলি। মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো মহাশ্মশান এলাকা। কাঁচা পাকা সমাধি মিলিয়ে প্রায় ৭০ হাজার সমাধি রয়েছে  এখানে। মহাত্মা অশ্বিনী দত্তসহ বহু খ্যাতিমান মানুষ সমাধিস্থ হয়েছেন এই মহাশ্মশানের মাটিতে। 

স্বজনরা মনে করেন প্রয়াতদের সমাধিতে পূজা অর্চনা করলে তাদের আত্মা শান্তি পায়। পাশাপাশি এসময় স্বজনদের সমাধিতে কেউ মোমবাতি, প্রদীপ প্রজ্বলন করেন, আবার কেউ কেউ মৃত ব্যক্তির পছন্দের খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে স্মরণ এবং আত্মার শান্তি কামনা করেন।

প্রতিবছর এশিয়ার বহু দেশের হাজার হাজার পর্যটক যোগ দেন এই মহোৎসবে। উৎসব প্রাঙ্গনে সিসি ক্যামেরা সহ সার্বিক আইন-শৃঙ্খলা ও বিশেষ নিরাপত্তা জোড়দার করতে দ্বায়িত্বরত আছেন পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা।

এ উৎসবে রাতে বরিশাল মহাশ্মশানে পরিদর্শনে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল মহা শ্মশান কমিটির পক্ষ থেকে  এসময় তাকে ফুলেল শুভেচছা জানানো হয় তারপর তিনি মহাশ্মশান ঘুরে কুশলবিনিময় করেন।

প্রায় মধ্যরাত অবদি পুন্যার্থীরা এ উৎসব উদযাপন করেন।