ঢাকা জেলায় একদিনে ১২ মৃত্যু

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যু হওয়া এই নতুনদের মধ্যে ১২ জনই ঢাকা জেলার।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ৫ হাজার ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন এবং মোট মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২১ দশমিক ২২ শতাংশ। এছাড়া এসময়ে ২ হাজার ৭৭৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৩ জন মহিলা।
নিহতদের মধ্যে সর্বোচ্চ ২৭ জন মারা গেছে খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের ২৫ ও চট্টগ্রাম বিভাগে ২৩ জন মারা গেছে।