বরিশালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর এবং জেলা উত্তর ও দক্ষিণ মহিলা দলের যৌথ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সুফিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া পারভীন, জেলা (উত্তর) মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন ও সদস্য সচিব লিপি নাসরিন, মহানগর মহিলা দলের সাবেক সভাপতি ফারহানা তিথিসহ অন্যরা।
আলোচনা সভা শেষে দলীয় কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।