বরিশালে মহিলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা

নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও নির্যাতনের ঘটনায় নারীরা যাতে আইনী সহায়তা পেতে পারে সেজন্য নারীদের আইন সম্পর্কে সম্যক ধারণা থাক আবশ্যক। নারী নিযাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নারীর এমন আইনী সহায়তা দিতে প্যারালিগ্যাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার বেলা ১১টয় নগরীর শ্রীনাথ চ্যাটর্জী লেনে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার নিজস্ব কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সহ-সভাপতি নুরজাহান বেগম-এর সভাপতিত্বে প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্যারালিগ্যাল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, বরিশাল ব্লাস্ট ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাড. সাহিদা তালুকদার প্রমূখ।
প্যারালিগ্যাল প্রশিক্ষণে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের বিভিন্ন পাড়া কমিটির তরুনী বিশষ করে কলেজ ছাত্রী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক প্রতিমা সরকার।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী বলেন, সারা দেশে নারীরা বিভিন্নভাবে হয়রানী ও নির্যাতনের শিকার হচ্ছে। নারীর পতি সহিংস ঘটনার পর নারীরা কি করতে হবে তা বুৃঝে উঠতে পারে না। আইনী প্রতিকার পেতে কি করতে হবে তাও তারা জানে না। নারীরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনী সহায়তা পেতে পারে তার জন্যই প্যারালিগ্যাল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মহিলা পরিষদের তরুনী বিশেষ করে কলেজ ছাত্রীদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব তরুনীরা নারীদের পাশে আইনী সহযোগিতা প্রদানে কাজ করবে।