বরিশালে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

বরিশালে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

বরিশালে যৌতুক, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখা। যৌতুক, বাল্য বিবাহ, যৌন নিপিড়ণ, ধর্ষণ, সাইবার ক্রাইম, মাদক পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণ নারী-পুরুষদের সঙ্গে অলোচনা সভা করেছে তারা।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় বরিশাল নগরের আইডিয়াল স্কুল ও কলেজ মাঠে গণ নারী-পুরুষদের সঙ্গে নিয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সহসভাপতি নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পুষ্প রাণী চক্রবর্তী, হাটখোলা এলাকার বাসিন্দা মো. নূর হোসেন খান, জাহাঙ্গির কবির মুকুল, শাহজাহান হাওলাদার, মহিলা পরিষদ সদস্য জ্যোৎস্না বেগম, তাসলিমা বেগম, হোসনেয়ারা বেগম, প্লাবনী ইয়াসমিন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সারা দেশে যৌতুক, বাল্য বিবাহ, যৌন নিপিড়ণ, ধর্ষণ, সাইবার ক্রাইম, মাদক পাচারের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কম বয়সে নারী শিশুর বিয়ে হয়ে যাওয়ায় নারীর মৃত্যু হার বাড়ছে। সামাজিক নিরাপত্তাহীনতার কারণে বাল্য বিবাহ বন্ধ করা যাচ্ছে না। একই সঙ্গে যৌতুকের বলি হচ্ছে নারীরা। ঘরে বাইরে যৌন নিপীড়ণের শিকার নারীরা সামনে এগিয়ে যেতে পারছে না। অন্যদিকে মাককের ছোবলে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এসব ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবার সচেতন হতে হবে। এই কাজে পুরুষদের এগিয়ে আসতে হবে। দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটাতে হবে। নারীকে কেবল নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা দিতে হবে। তাদের দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে।