বরিশালে মহিলা পরিষদের কর্মী সভা

সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষ্যে “সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ প্রতিরোধ করি তৃণমূলে সংগঠন শক্তিশালী করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করি” এই শ্লোগানের আলোকে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৬ অক্টোবর বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী ।
সভায় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপিয়া জেসমিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক টুনু রানী কর্মকার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, কার্যকরী কমিটির সদস্য, শিউলী সাহা, মরিয়ম বেগম রীনা, খাদিজা বেগম বিনতা। তরুনী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মিসেস লিকা, সোনিয়া ইসলাম, নিপা বেগম, জ্যোতিময়ী মিস্ত্রি, লিজা, মুক্তিবালা।
প্রতিমা সরকারের সঞ্চালনায় কর্মী সভায় বিভিন্ন পাড়া কমিটির কর্মী সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।