বাকেরগঞ্জের কলসকাঠী ইউপির উপ-নির্বাচনে ৩ জনের মনোনয়ন বৈধ

বাকেরগঞ্জের কলসকাঠী ইউপির উপ-নির্বাচনে ৩ জনের মনোনয়ন বৈধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইদুর রহমান যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
বৈধ হওয়া প্রআর্থীরা হচ্ছেন আওয়ামী লীগের ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, বিএনপির শওকত হোসেন হাওলাদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ বাছেদ হাওলাদার বাচ্চু।

রিটার্নিং কর্মকর্তা জানান, কলসকাঠী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ৪ অক্টোবর তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২০ অক্টোবর কলসকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে মোট ১৯ হাজার ৭৪ জন ভোটার রয়েছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার কথা বলেন রিটার্নিং কর্মকর্তা। 

গত ২৩ মার্চ কলসকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদারের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়। শূন্য পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।