বরিশাল থেকে যাত্রী এখন ট্রাকে

বরিশাল থেকে যাত্রী এখন ট্রাকে

করোনা ভাইরাস (কোভিড ১৯) রোধে সারাদেশে সীমিত পরিসরে তিন দিনের লকডাউন শুরু হয়েছে। বরিশাল থেকে দূরপাল্লার বাস, লঞ্চ চলাচল বন্ধ আছে। যাত্রীরা বিপাকে পরে পন্যবাহী ট্রাকে ছুটছে দূরের গন্তব্যে।

সোমবার (২৮ জুন) সরজমিনে দেখা যায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে যাত্রীরা ট্রাকে করে গন্তব্যের ছুটছে। এছাড়া আরো দেখা যায়, মাহিন্দ্রা, পিকাআপ ভ্যান ও মটরসাইকেলে বরিশাল থেকে মাওয়ার উদ্দ্যেশে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রী চলাচল করছে। 

এদিকে, গতকাল বরিশাল নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশে নগরীতে রিক্সা ও পন্যবাহী যানচলাচল বন্ধ ঘোষনা করে। ফলে গতকাল রিক্সা চাকলরা যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভারা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রিক্সার যাত্রী জিহাদ হোসেন ভোরের আলোকে বলেন, ‘নগরীতে অটো, সিএনজি চলাচল বন্ধ থাকায় রিক্সার চাহিদা বেড়েছে। তাই যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আর যাত্রীরা উপায় না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই চলতে হচ্ছে।’

ঢাকা থেকে বরিশালগামী যাত্রী আশিক রহমান বলেন, ‘জরুরি কাজে আমাকে বরিশালে আসতে হয়েছে। কাঠালবাড়ীয়া ফেরিঘাট থেকে অটোতে করে ভুরঘাটা এসেছি ৫০০ টাকা ভাড়া দিয়ে। ভূরঘাটা দিয়ে আবার সিএনজিতে বরিশালে আসতে ২শত ৫০ টাকা। আমার মোট খরচ হয়েছে ৭৫০ টাকা, যেখানে বরিশালে বাসে করে পৌঁছাতে মোট খরচ হয় ২০০ টাকা।’ 

লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক বিদ্যুত কর্মকার জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোন যাত্রীবাহি যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। নগরীর অভ্যন্তরে জরুরী প্রয়োজনে শুধুমাত্র পায়ে চালিত রিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে।