বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ৮ বছর কারাদন্ড

বরিশালে মাদক ব্যবসার দায়ে রিয়াজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৮ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সপয়মড় আসামীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাইিত না হওয়ায় মামলার অপর আসামী সাদ্দাম হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বিকেলে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত রিয়াজুল ইসলাম উজিরপুর উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার দেলোয়ার হোসেন ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় রিয়াজ আদালতে অনুপস্থিত থাকলেও সাদ্দাম উপস্থিত ছিল।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবি জাকির জানান, ২০১৫ সালের ৭ অক্টোবর দুুপুরে উজিরপুরের ধামুরা বাজার এলাকায় ২০ পিস ইয়াবাসহ রিয়াজুলকে গ্রেপ্তার করে র্যাব-৮। এ সময় তার সহযোগী সাদ্দাম হোসেন পালিয়ে যায়ে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ওই দিনই উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র্যাবের ডিএডি নজরুল ইসলাম। একই বছরের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক কামাল পাশা রিয়াজুল ও সাদ্দামের বিরুদ্ধে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন। পরে আদালতে ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রিয়াজুল ইসলামকে উল্লেখিত দন্ডাদেশ এবং সাদ্দামকে বেকসুর খালাস দেন বিচারক।
বরিশালে ইমামের বিরুদ্ধে ঝাঁড়ফুঁক ও তদবির দেয়ার নামে প্রতারণার অভিযোগ