বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকার, গ্রেপ্তার একজন কারাগারে

বরিশালের একটি আবাসিক হোটেলে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচাতো ভাই বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। শিশু বলৎকারের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মো. রিয়াজুল ইসলাম জসিম (৩২)। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাঠালতলা গ্রামে। বলৎকারের শিকার ১৬ বছর বয়সের ওই কিশোরের বাড়ি পিরোজপুর জেলার ভৈরমপুরের কদমতলা গ্রামে। সে নাজিরপুর উপজেলার চৌঠাই মহল মাদ্রাসার হাফিজী বিভাগের শিক্ষার্থী।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৬ আগস্ট সন্ধ্যায় ওই মাদ্রাসা শিক্ষার্থী বাবা-মা’কে না জানিয়ে লঞ্চযোগে ঢাকার সদরঘাট পৌঁছে। একদনি পর ৮ আগস্ট সদরঘাটে রিয়াজের সাথে ওই মাদ্রাসা শিক্ষার্থীর পরিচয় হয়। রিয়াজ তাকে ভালো বেতনে চাকুরী দেওয়ার কথা বলে ৯ আগস্ট বরিশাল এসে নগরীর পোর্ট রোডের হোটেল সিকদারের একটি কক্ষে ওঠে। সেখানে তাকে রিয়াজ জোড়পূর্বক বলৎকার করে বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে হোটেলের কক্ষে রেখে বাইরে থেকে তালা দিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে মুঠোফোনে খবর দেওয় রিয়াজ।
বাড়ি থেকে স্বজনরা বরিশাল নগরীতে এসে ওই হোটেলে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং ওই হোটেল থেকেই রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নির্যাতনের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর চাচাতো ভাই বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলৎকার করার অভিযোগে রিয়াজের বিরুদ্ধে গতকাল সোমবার একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিয়াজকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম।