বরিশালে সাড়ে ৪ মাস পর প্রকাশ্য আদালত শুরু

করোনা সংকটের কারণে প্রায় সাড়ে ৪ মাস পর বরিশালে প্রকাশ্য আদালতে প্রথম রায় হয়েছে। গত রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম একটি মাদক মামলার রায়ে পৃথক দুটি ধারায় মো. রাসেল হাওলাদার (২৬) নামে এক ব্যক্তিকে ৮ বছর কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত রাসেল নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা।
ওই আদালতের পেশকার হেদায়েত উল্লাহ নবী জানান, ২০১৮ সালের ১৩ নভেম্বর নগরীর পলাশপুর বউবাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বাদি হয়ে রাসেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেল হাওলাদারকে ৮ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারদান্ড দেয়া হয়।