বরিশালে মানসিক ভারসাম্যহীন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করলো “তারুণ্যের অগ্রযাত্রা”

বরিশালে মানসিক ভারসাম্যহীন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করলো “তারুণ্যের অগ্রযাত্রা”

বরিশালে মানসিক ভারসাম্যহীন মানুষের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের অগ্রযাত্রা"।

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে নিজেদের অর্থায়নে ২৯শে আগস্ট  নিজেদের শ্রমে কাজটি শুরু করেছে সংগঠনটি।কিছু সংখ্যক মানসিক ভারসাম্যহীন মানুষের অতিরিক্ত চুল,দাঁড়ি এবং নখ কেটে, তাদের মধ্যে নতুন সৌন্দর্য ফিরিয়ে আনে।পাশাপাশি দুপুরের খাবার বিতরন করে।

১ম ধাপের লকডাউন থেকেই (৬-১০ই আগস্ট ২০২১) "তারুণ্যের অগ্রযাত্রা" সংগঠনের সদস্যরা  মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরন করেছে এবং প্রতিদিন ৩০ জন (ভবঘুরে) ভারসাম্যহীন মানুষের মাঝে নিজেদের বাসায় তৈরি খাবার বিতরণ করেছে। 


উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসের ২৪ তারিখে সংগঠনটির প্রতিষ্ঠা হয়, ৭ই মার্চ পবিত্র রমজান মাসের ২৭ রোজায় তাদের ১ম কার্যক্রমে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করার মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। এবং পরবর্তীতে ২রা জুন পথচারীদের মাঝে মাস্ক এবং সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সদস্যরা জানায়, মানসিক ভারসাম্যহীন মানুষ যারা কিনা সমাজ থেকে অবহেলিত, তাদের সৌন্দর্য বৃদ্ধি করার মধ্যে দিয়ে তারা যাতে স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে তাদের এই উদ্যোগ।


সংগঠনের সদস্যরা আরো জানান, দেশ মহামারিতে মানবিক সাহায্যের জন্য সমাজের বিত্তশীলদের এগিয়ে আসতে হবে। সমাজের বিত্তশালীদের  সহযোগিতা পেলে এই কার্যক্রম স্থায়ীভাবে করার পরিকল্পনা করবে।আমরা এখন পর্যন্ত নিজেদের অর্থায়নের মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি ।