বরিশালে মেট্রোপলিটন পুলিশের ৭ সদস্যসহ ১০জন করোনা আক্রান্ত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক উপ সহকারী পুলিশ পরিদর্শক, ৬জন কনস্টেবল এবং এক পুলিশ কনস্টেবলের পরিবারের ৩জনসহ মোট ১০জন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহষ্পতিবার রাত সোয়া ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চত করেছেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন উপ সহকারী পুলিশ পরিদর্শক (এসআই), ৬ জন কনেস্টাবল রয়েছে। এছাড়া বাকী তিনজন এক পুলিশ কনস্টেবলের পরিবারের সদস্য। এ নিয়ে গত তিনদিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোট ১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এরা সবাই বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ অফিসে কর্মরত। ওই অফিসের একজন গাড়ি চালকের প্রথম করোনা শনাক্ত হয় এ কারণে ওই গাড়ি চালকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৯ জনের নমুনা সংগ্রহ করে গত বুধবার পরীক্ষা করা হয়।
গত বৃহষ্পতিবার রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজেটিভ আসে।