বরিশালে মোড়ে মোড়ে খোকন সমর্থক‌দের আনন্দ মিছিল

বরিশালে মোড়ে মোড়ে খোকন সমর্থক‌দের আনন্দ মিছিল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকার মনোনয়ন পাওয়ায় বরিশাল নগরী‌তে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা।

শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বো‌র্ডের সভা শেষে ডলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণার পর বরিশাল নগরীর মো‌ড়ে মো‌ড়ে আনন্দ মিছিল বের করে তার সমর্থকরা।

দুপুর ২টার পর বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সরকারি ব্রজ মোহন কলেজ ছাত্র কর্মপরিষদের ভি‌পি মঈন তুষারের নেতৃত্বে বৈদ্যপাড়া এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে ধন্যবাদ জানান।

সন্ধ্যা থেকে রাত অবদি ক্ষনে ক্ষনে মিছিল সদর রোডসহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সোহেল চত্বরে মিষ্টি বিতরণ করে।

মিছিলে মঈন তুষার ব‌লেন, বরিশাল নগরবাসী অভিশাপ থেকে মুক্ত হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী আমা‌দের অভিভাবক শেখ হাসিনা খোকন সেরনিয়াবাতকে নৌকার মাঝি করায় আমরা নেত্রীর প্রতি কৃতজ্ঞ। তীব্র গরমের মধ্যে নেত্রীর এমন সিদ্ধান্ত ব‌রিশালবাসীর মধ্যে শীতলতা এনে দিয়েছে।

এদিকে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়‌কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার। এছাড়া অন্যান্য এলাকায় খোকন সেরনিয়াবাতকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করা হ‌য়ে‌ছে‌।

আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ব‌লেন, পাঁচ বছরে বরিশালে কো‌নো উন্নয়নই হয়নি। বরিশাল নগরবাসী বঞ্চিত হ‌য়ে‌ছে সব কিছু থেকে। পটুয়াখালীর দি‌কে তাকালে উন্নয়ন দেখা যায়। মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল নগরীর উন্নয়ন করার জন্য আমা‌কে নৌকার মনোনয়ন দিয়েছেন। তিনি মনে করেছেন এখানে আমা‌কে দরকার আছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর বলেন, নেত্রীর সিদ্ধান্তের সাথে আমরা ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পে‌তে দৌড়ঝাপ করেন ৭ জন। এর মধ্যে বেশি আলোচনায় ছিলেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার আপন চাচা আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সাদিক আব্দুল্লাহর জন্য মনোনয়ন কিনেছিলেন মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা। সকল জল্পনা কল্পনা শেষে নৌকার মাঝি করা হ‌য়ে‌ছে খোকন সেরনিয়াবাতকে।