বরিশালে মোহামেডান ক্লাব পুনঃস্থাপনের দাবিতে উন্মুক্ত সংবাদ সম্মেলন

বরিশাল সিটি করপোরেশন কর্তৃক রাতে উচ্ছেদ করা মোহামেডান স্পোর্টিং ক্লাব যথাস্থানে পুনঃস্থাপনের দাবিতে উন্মুক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মোহামেডান স্পোর্টিং ক্লাব রক্ষা কমিটি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রক্ষা কমিটির আহ্বায়ক মীর আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে উন্মুক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদস্য সচিব নজরুল ইসলাম খান, সাবেক খেলোয়াড় গাজী শফিউর রহমান দুলাল, ক্লাব রক্ষা কমিটির সদস্য কাজী এনায়েত হোসেন শিবলু, এবায়দুল হক চাঁন, অধ্যাপক নিপেন্দ্র নাথ বাড়ৈ এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, বরিশালে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলোয়াড়দের প্রাণ। ব্যক্তি মালিকানাধীন জমিতে নির্মিত ক্লাবটি কোন ধরনের নোটিশ ছাড়াই গত ১০ জানুয়ারি রাতের আঁধারে গুড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবটি পূর্বের স্থানে পুনঃস্থাপনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী অভিযোগ করেন, বৈধ জমিতে থাকা মোহামেডান ক্লাব উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলনের জন্য বরিশাল প্রেস ক্লাবে হল বুকিং দেয়া হলেও গত বুধবার রাতে তারা আকস্মিক বুকিং বাতিল করেছে। রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে চাইলে তারাও হল বরাদ্দ দিতে রাজি হয়নি। কোন চাপের কাছে এই দুই সংগঠন নতি স্বীকার করেছে। যারা উচ্ছেদ করেছে তারা এই সংবাদ সম্মেলনে বাঁধার সৃষ্টি করেছে। এ কারণে উন্মুক্ত সংবাদ সম্মেলন করেন তারা।
এ বিষয়ে গত ১২ জানুয়ারি রাতে নিজস্ব ফেসবুক পেজে এক লাইভে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, মোহামেডান ক্লাবের জমি জেলা পরিষদের। জেলা পরিষদ চেয়ারম্যানের অনুমতি নিয়ে মাদক ও জুয়ার আখড়ায় পরিণত হওয়া ক্লাবটি সদর রোড থেকে উচ্ছেদ করা হয়েছে। সেখানে শিশুদের বিনোদন পার্ক নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা চাইলে অন্য কোথাও ক্লাবটি পুনঃস্থাপন করা হবে।