বরিশালে রাষ্ট্রীয় সম্মানে শেখ কুতুব উদ্দিনের দাফন

বরিশালে রাষ্ট্রীয় সম্মানে শেখ কুতুব উদ্দিনের দাফন

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিনের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান শেষে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা শেক কুতুব উদ্দিনকে ফুল দিয়ে শষ শ্রদ্ধা জানান মুক্তিযেদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন।

বুধবার সকাল ১০টায় নগরীর চৌমাথা সরকারি হাতেম আলী কলেজ মাঠে বরিশালের মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা শখ কুতুব উদ্দিন আহম্মেদ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রাত ১০টায় তার মরদেহ বরিশালে পৌছায়। 

তাঁর নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজে জানাজা শেষে রাস্ট্রের পক্ষে পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এসময় বিউগলে করুন শুর বাজানো হয়। রাষ্ট্রীয় সালাম শেষে রাষ্ট্রের পক্ষে প্রথম ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এরপর পার্বত্য শান্তি চুক্তি বিষয়ক পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের নামাজে জানাজায় অংশগ্রহ শেষে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংসদ সদস্য অধ্যাপক শাহ আলম, জেলা ডিপুটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বরিশাল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মনিরুল ইসলাম মনি, সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, জাপা চেয়ারম্যনের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা জাসদ সম্পাদক অ্যাড. আবদুল হাই মাহাবুব, মহনগর যুব লীগ আহবায়ক ও প্যানেল মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ, সরকারি হাতেম আলী কলেজ অধ্যক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বরিশালের বিভিন্ন সামজিক সাংস্কৃতিকম পেশাজীবী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নামাজর জানাজা এবং ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযোদ্ধা শেক কুতুব উদ্দিনবে বরিশাল মুসলিম গোরস্তানে দাফন করা হয়।