বরিশালে রাস্ট্রীয় সম্মানে বিদায় নিলেন মোকলেছুর রহমান

বরিশালে রাস্ট্রীয় সম্মানে বিদায় নিলেন মোকলেছুর রহমান

বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান ইন্তেকাল করেছেন। রাস্ট্রীয় সম্মানে বিদায় নিয়েছেন মোকলেছুর রহমান।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল¬াহি ..... রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 


তার স্বজনরা জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে নগরীর সংলগ্ন মহাবাজ এলাকার নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়েন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান। স্বজনরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 
 শনিবার বাদ জোহর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় মহাবাজ এলাকায় মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে রাস্ট্রিয় সালাম এবং সম্মাননা জানায় পুলিশের একটি চৌকশ দল। 
বিকেল সাড়ে ৪টায় মহাবাজ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে মরহুম পিতার কবরের পাশে দাপফন করা হয়।


এদিকে মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতবৃন্দ।