বরিশালে র্যাবের অভিযানে পিস্তল ও মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে বিদেশে তৈরি ২টি পিস্তল এবং মাদকসহ মো. আরিফ খন্দকার (৩৩) নামে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে পিস্তলের একটি ম্যাগজিন, ইয়াবা এবং ফেন্সিডিলও উদ্ধার করা হয়
গত রোববার রাতে কীর্তনখোলা নদী তীরের কোস্টগার্ড জেটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের বিশেষ দল।
আরিফ খন্দকার সদর উপজেলার চরকাউয়া হিরন নগর এলাকার মৃত কাশেম খন্দকারের ছেলে। তার নামে বরিশালের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কীর্তনখোলা নদী তীরের কোস্টগার্ড জেটি সামনে থেকে আরিফ খন্দকারকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশী করে বিদেশে তৈরি ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, পিস্তলের ১টি ম্যাগাজিন, ৯৩ পিস ইয়াবা এবং ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তারা।
জিজ্ঞাসাবাদ শেষে আরিফকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি মো. লুৎফর রহমান বাদি হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন