বরিশালে র‌্যাবের পৃথক অভিযানে ২জন ইয়াবাসহ আটক

বরিশালে র‌্যাবের পৃথক অভিযানে ২জন ইয়াবাসহ আটক

বরিশালের বাকেরগঞ্জ এবং উজিরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৮২পিস য়িাবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব-৮। এসব ঘটনায় বাকেরগঞ্জ ও উজিরপুর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

সোমবার র‌্যাবের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে বাকেরগঞ্জের দক্ষিণ দুধল মৌ গ্রামে অভিযান চালিয়ে ৮৬পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন সেতুকে (২৭) আটক করে। আটক সেতু ওই এলাকার মো. শামসের হোসেনের ছেলে। 

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদি হয়ে সেতুর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে র‌্যাবের আরেকটি দল রোববার রাতে উজিরপুরের সাকরাল গ্রামে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ মো. রোমান হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে। সে ওই গ্রামের মো. শামসুল হক হাওলাদারের ছেলে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।