বরিশালে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষনের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা। 

সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নগরীর গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রতিভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শিক্ষার্থী বিজন সিকদার, জীসান আহমেদ, অদিতি ইসলাম, মেহরাব হোসেন, সাজ্জাদ হোসেন, মো. তৌসিব। 
বক্তারা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানান।