বরিশালে র‌্যাবের ২৮৮ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক

বরিশালে র‌্যাবের ২৮৮ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক

বরিশাল নগরীর পোর্ট রোডের ভূমি অফিস এলাকা থেকে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮।
গত রোববার গভীর রাতে ফেন্সিডিলসহ আটক মো. সেরাজুল ইসলাম (২৯) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের আলহাজ্ব মো. মোহর আলী মন্ডলের ছেলে। 

গতকাল সোমবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পোর্ট রোড ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ সেরাজুলকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।