পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে সুশিলনের মতবিনিময়

পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে সুশিলনের মতবিনিময়

বরিশালে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে সুশিলনের উদ্যোগে জেলা ওয়ার্কিং কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদের পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ অর্থের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা সেবার বিভিন্ন দিক নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবার মান উন্নয়নে মেরী স্টোপস বাংলাদেশের পার্টনার হিসেবে সুশিলন বরিশালসহ তিনটি জেলায় কাজ করছে।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কিং কমিটির জ্যেষ্ঠ সদস্য ও প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম আমজাদ হোসাইন। 

সভায় বরিশাল, পিরোজপুর এবং বাগেরহাট জেলায় পরিচালিত পরিবার পরিকল্পনা সেবার হালনাগদ তথ্য উপস্থাপন করেন সুশীলনের  প্রকল্প সমন্বয়কারী মো. মুজাহিদুল ইসলাম।

মতনিবিনময় সভায় পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, বরিশালের আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সম্পাদক এবং টীম অ্যাসোসিএটস-এর জেলা সমন্বয়কারী সাইফুর রহমান মিরণ, জাগো নারী পত্রিকার সম্পাদক গোপাল সরকার, বরিশাল মহিলা চেম্বার অব কমার্স এর সদস্য রেবেকা সুলতানা, সাংবাদিক জাকির জোমাদ্দার, বরিশালের প্রথম সকাল পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুমাইয়া জিসান, শফিক মুন্সি, নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, মো. মাহতাব উদ্দিন,  সুশিলনের মো. আমির হোসেন, মো. মাহফুজ শেখ প্রমুখ। 

সভায় প্রকল্পের কার্যক্রম সফল করার লক্ষ্যে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করাা ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে জেলা ওয়ার্কিং কমিটি সদস্যদের সম্মতিতে এম আমজাদ হোসাইনকে বরিশালের সমন্বয়ক এবং শফিক মুন্সিকে সহ সম্বয়ক মনোনীত করা হয়।

আগামীতে বরিশালের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ বরিশালে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে বরিশাল জেলা ওয়ার্কিং কমিটির সদস্যরা আরও সহযোগী হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পরিবার পরিকল্পনা সেবা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালককে অনুরোধ করা হয়েছে।  বাংলাদশে বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের সঙ্গে এব্যাপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি এব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। এ ছাড়াও বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে পরিবার পরিকল্পনা সেবা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।