বরিশালে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় বরিশালে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৫ মে) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, শনিবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আজ সকাল ৯টা থেকে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে। তাই ঝড়ের কোনো আশঙ্কা নেই। বরিশাল ও পটুয়াখালী নদী বন্দরকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের সমুদ্র বন্দরগুলোতে কোনো সংকেত নেই।