দৌলতখানে ঢাকাগামী লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি নেই

দৌলতখানে ঢাকাগামী লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি নেই

রবিবার থেকে ভোলার দৌলতখানের সাথে ঢাকাসহবিভিন্ন জেলার লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার(০১ জুন) সন্ধ্যায় কয়েকটি লঞ্চ দৌলতখান বীরশ্রেষ্ঠ নৌ-টার্মিনাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়েযায়। তবে দ্বিতীয় দিনে সরকারি নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি মানছেনা লঞ্চগুলো। এদিকে থানা পুলিশের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক পড়তে মাইকিংকরাহয়।

সরেজিমন লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেওএখানে তা মানাহয়নি। যাত্রীদের অনেকের মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।লঞ্চগুলোতে হ্যান্ডস্যানেটাইজারের ব্যবস্থা বা জীবাণুনাশক স্প্রে করতেও দেখাযায়নি।করোনার আতংকে তোয়াক্কানা করে আগের মতই যাত্রী পরিবহন করছে। যাত্রীরাও কোনো ধরনের নিয়মনীতিনা মেনেই লঞ্চেযাত্রা করছেন।

ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, ভোলা জেলা প্রশাসক ও আমাদের হেড অফিসের পক্ষ থেকে সামাজিক দূরত্ব এবংস্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া আছে। দৌলতখানে আমাদের নদী বন্দরের কোন লোকজন নেই। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন ও থানাপুলিশ যৌথভাবে এটা দেখবে। তবুও লঞ্চমালিকদের সর্র্বোচ্চ সর্তক করবো।