বাকেরগঞ্জে বিরোধের জের ধরে দুই জনকে হত্যার চেষ্টা

বাকেরগঞ্জে বিরোধের জের ধরে দুই জনকে হত্যার চেষ্টা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই জনকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর  আহত আসাদুজ্জামান লাভলু (৫০) ও আল আমিন হাওলাদার (২৪) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর মৃধা বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের আসাদুজ্জামান লাভলুর সঙ্গে একই বাড়ির জয়নাল হাওলাদারদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে বসে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায় জয়নাল হাওলাদার ও পুত্র জামাল হাওলাদার দা দিয়ে কুপিয়ে আসাদুজ্জামান লাভলু ও আল আমিন হাওলাদারকে রক্তাক্ত জখম করে। 
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ভোরের আলোকে বলেন, রঙ্গশ্রী ইউনিয়নে এরকম একটি ঘটনা ঘটেছে শুনেছি, তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। তারপও ওই এলাকায় খোঁজ নিয়ে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।