লটারীর মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করলেন সিটি মেয়র সাদিক

বরিশালে হরিজনদের জন্য আধুনিক ফ্লাট নির্মাণের পর তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই সঙ্গে তিনি হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনীতে ৬ তলা বিশিষ্ট দুটি নতুন ভবনের উদ্বোধনও করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানকি সিংহ রোড সংলগ্ন সেবক কলোনীতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন এবং ফ্লাট হস্তান্তর করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্ল্যাট বরাদ্দ দিতে পেরে কিছুটা তৃপ্তি পেয়েছেন। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে হরিজন সম্প্রদায়ের মানুষদের জন্য তিনি তার কর্মতৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। আগামীতে সিটি করপোরেশন ছাড়াও সরকারী অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদেরও আধুনিক মানের ফ্ল্যাট দেয়া হবে বলে জানান মেয়র।
মেয়র বলেন, বরিশাল সিটি করপোরেশনে যারা ঝাড়–দার হিসেবে কাজ করছেন তাদের বেতন সাড়ে ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার এবং যারা অনিয়মিত কর্মচারী তাদের বেতন ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ভবনের নাম ফলক উন্মোচন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ অর্পন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে লটারীর মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন সিটি মেয়র। অনুষ্ঠানে সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং হরিজন কলোনীর সাধারণ সম্পাদক জয়ন্ত দাস বক্তব্য রাখেন। এ সময় প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনেরর নেৃতৃন্দ এবং বিসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর ভবন সূত্রে জানা গেছে, মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করে বরিশাল সিটি করপোরেশন। ভবন দুটিতে মোট ৯২টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে।