বরিশালে শিশু ধর্ষনে দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামে ১০ বছরের শিশু ধর্ষনের দায়ে শাজাহান রাঢ়ী নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের দন্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার ( ১০ ফেব্রুয়ারী ) দুপুরে আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। শাজাহান রাঢ়ী একই গ্রামের মৃত সৈয়দ জামান রাঢ়ীর ছেলে।
বেঞ্চ সহকারি আজিবর রহমান জনান, ২০১০ সালের ৩ মার্চ আসামী শাজাহানের আখ খেতের পাশে কাপড় শুকাতে যায় নির্যাতিতা। এ সময় শাজাহান জোরপূর্বক শিশুটিকে ধরে তার আখ খেতে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় ৭ মার্চ নির্যাতিতার মা বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় একমাত্র শাজাহানকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয় মেহেন্দীগঞ্জ থানার এসআই আব্দুল মালেক হাওলাদারকে। তদন্ত শেষে ওই বছরের ১৫ মে শাজাহানকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষনা করেন।