তালতলীতে উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা

বরগুনার তালতলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে সোমবার সকাল ১১টার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌকিউজ্জামান তনু'র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ালীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু।
উক্ত কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ন কবির, জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মৃধা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক জোমাদ্দার, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান মহারাজ।
বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের সদস্য মোসাঃ দেলোয়ারা হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুসহ উপজেলা ও ইউনিয়নের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভায় তালতলী উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন