তালতলীতে উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা

তালতলীতে উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা

বরগুনার তালতলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে সোমবার সকাল ১১টার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌকিউজ্জামান তনু'র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ালীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু।

উক্ত কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ন কবির, জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মৃধা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক জোমাদ্দার, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান মহারাজ। 

বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের সদস্য মোসাঃ দেলোয়ারা হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুসহ উপজেলা ও ইউনিয়নের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

কর্মীসভায় তালতলী উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন