বরিশালে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বরিশালে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বরিশালে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিতবরিশালে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে রবিবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলা কমিটি এই প্রতিযোগীতা আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন জানান, জেলার ১০ উপজেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৫টি একক এবং ১৬ টি দলীয় ইভেন্টে অংশ নিয়েছে। জেলা পর্যায়ে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা করবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা খুলনা অঞ্চলের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্ধিতা করবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেবে।