বরিশালে ‘নেত্র নিউজ’ ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নেত্র নিউজ’ এর অজ্ঞাত নামা অ্যাডমিনের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুদ্দিন আহম্মেদ তারেক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি নুরুল ইসলাম কাকন।
তিনি বলেন, বিচারক গোলাম ফারুখ মামলাটি আমলে নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপারকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মানহানিকর, আক্রমণাত্মক এবং অপপ্রচারের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদিপক্ষ।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট ‘আয়নাঘরের বন্দী: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করে ‘নেত্র নিউজ’। যেখানে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের একটি ইন্টরভিউতে রাষ্ট্র, সরকার ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনী নিয়ে বক্তব্য রয়েছে।##