বরিশালে সংক্রমণ প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশের সভা

করোনা সংক্রমণ প্রতিরোধে বরিশালের পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে মেট্রোপলিটন পুলিশ। এসময় করোনা প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে কোতয়ালী মডেল থানার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। এছাড়া রূপাতলী বাস মালিক সমিতির সধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান করোনার দ্বিতীয় দফা সংক্রামণ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।
সভা শেষে পুলিশ কমিশনার রূপাতলী বাস টার্মিনাল এলাকায় মাস্ক বিহীন জনগণের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া বিভিন্ন পরিবহণ ও কাউন্টারে এবং দোকানে সচেতনতামূলক স্টিকার সাটিয়ে দেন পুলিশ কমিশনার।