বরিশালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬

ঢাকা বরিশাল মহাসড়কে বিআরটিসি বাসের চাপায় মৃত্যু বেরে দাঁড়িয়েছে ৬ জনে। আশঙ্কজনক অবস্থায় শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও ভর্তি আছে এক জন।

বুধবার (২০ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ৬০ বছরের আমির চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের ২৫ বছরের মো. হাসিব ও ইজিবাইকচালক ২৪ বছরের মো. সোহাগ, ব্রাহ্মণবা‌ড়িয়ার না‌সিরনগরের ভূবন এলাকার তান‌জিলা বেগম, গৌরনদীর মোসা. সাথী এবং তার মেয়ে দেড় বছর বয়সের ফারহানা।

স্থানীয়রা জানান, 'কুয়াকাটা থেকে আসা বিআরটিসি একটি বাস ব্যাটারি চালিত একটি অটকে চাপা দিয়েছে। এ সময় অটোর মধ্যে থাকা সাত জন যাত্রীর দুইজন ঘটনা স্থলে মারা গেছে। বাকি দুইজন হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।'

এছাড়া বিকালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দেড় বছর বয়সের ফারহানার মৃত্যু হয়। বাকি এক জন ফয়সল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রত‌্যক্ষদর্শী মা‌নিক মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ও আমার ছেলে বাসের পিছনে এক‌টি অটো‌রিকশায় ছিলাম। ঘাতক বাসটি হঠাৎ ডান পাশে গিয়ে অটোরে চাপা দেয়। এরপর আ‌মি আর আমার ছেলে অটো থেকে অন্যদের সহযোগিতায় করি।'

বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন, 'বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। অটোর ৭ জন যাত্রী মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ওই বাসটিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক এবং হেলপার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চলছে বলে জানান তিনি।'


বরিশালে বাস চাপায় নারীসহ প্রাণ গেল ৪ জনের