বরিশালে সব পত্রিকা ছিনতাই

বরিশালে সব পত্রিকা ছিনতাই

বরিশালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার বান্ডেল ছিনতাই হয়েছে। শনিবার সকাল সোয়া ৬ টা থেকে সাড়ে ৬ টার মধ্যে নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ কারণে আজ বরিশালের বানারীপাড়া এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় ও স্থানীয় কোনো দৈনিক পত্রিকা গ্রাহকের হাতে পৌঁছায়নি। 

সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা জানান, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ও ছাপানো স্থানীয় দৈনিক পত্রিকাগুলো বরিশালে পৌঁছে সকাল ৭টার মধ্যে। পথিমধ্যে গড়িয়ারপাড়া এলাকায় বানারীপাড়া এবং নেছারাবাদ উপজেলার জন্য বাংলাদেশ প্রতিদিনের ৩টি বান্ডেল সহ অন্যান্য জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর বান্ডেল নামিয়ে দেয় লাইনম্যানরা। সেখান থেকে বান্ডেলগুলো বানারীপাড়া ও নেছারাবাদের লাইনম্যানরা নিতে গেলে দেখেন বান্ডেল নেই। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন অজ্ঞানামা কিছু দুস্কৃতিকারী সকল পত্রিকার বান্ডেল ছিনতাই করেছে। যারা স্থানীয় কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার অনুসারী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। 

পত্রিকার বান্ডেল ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন নগরীর বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। 

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সকালে বিমান বন্দর থানায় স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ওই এলাকার এক তরুণী। এ মামলায় ওই দিন সন্ধ্যায় কালাম মোল্লাকে কুয়াকাটা যাওয়ার পথে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সংক্রান্ত খবর আজকের জাতীয় ও স্থানীয় সকল সংবাদপত্রে ছাপা হয়। স্থানীয় পাঠকদের কাছে যাতে এ খবর না পৌঁছে সে জন্য কালাম মোল্লার ভাই লিটন মোল্লা তার লোকজন দিয়ে গড়িয়ারপাড় এলাকা থেকে সকল পত্রিকার বান্ডিল ছিনতাই করিয়েছেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টারা।