বরিশালে সমবায় দিবসের সূচনা করলেন মেয়র সাদিক

বরিশালে সমবায় দিবসের সূচনা করলেন মেয়র সাদিক


বরিশালে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ শ্লোগান নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জেলা সমবায় কার্যালয়।

শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে সমবায় দিবসের সূচনা করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

পরে অশ্বিনী  কুমার হলে বরিশাল সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আবদুুল্লাাহ আল-মামুন, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর সুরুজ, বরিশাল সমবায় ব্যাংকের পরিচালক হাসান মাহমুদ বাবু এবং দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মুক্তিযুদ্ধা এনায়েত হোসেন চৌধুরী।