সংসদে শিল্পী পেশার স্বীকৃতি চাইলেন সুবর্ণা

সংসদে শিল্পী পেশার স্বীকৃতি চাইলেন সুবর্ণা

জাতীয় সংসদে শিল্পী পেশার স্বীকৃতি চাইলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

বাংলাদেশে শিল্পী স্বীকৃত কোনো পেশা নয়। যার ফলে অনেক ধরনের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হন শিল্পীরা। বিষয়টি উত্থাপন করে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

২৩ জানুয়ারি সংসদ অধিবেশনে তিনি এ আবেদন জানান।

এদিন এক প্রতিষ্ঠিত নির্দেশক, নাট্যকার ও অভিনেতার নাম উল্লেখ না করলেই সুবর্ণা বলেন, ‘তাকে আমরা প্রায় সবাই চিনি। তার কণ্ঠের সঙ্গে আমরা সবাই পরিচিত। গত বাজেট অধিবেশনে অডিও-ভিজ্যুয়াল অংশটি পুরোটিরই ভয়েস ওভার ওনার ছিল। তা ছাড়া এই মহান জাতীয় সংসদে প্রদর্শিত বঙ্গবন্ধুর ওপর নির্মিত তথ্যচিত্রের ভয়েস ওভারটিও তার। মুজিববর্ষে এ জাতীয় সংসদে তার নির্দেশনায় নাট্যালেখ্য মঞ্চস্থ হয়েছে। সংসদ টেলিভিশনে প্রচারিত হয়েছে তার নির্মিত বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা।’

‘নিজ ক্ষেত্রে এত প্রতিষ্ঠিত হওয়ার পরেও তিনি ব্যাংক থেকে হোম লোন পাওয়ার যোগ্যতা রাখেন না। একজন সাধারণ কর্মজীবী তার মাসিক বেতনের খতিয়ান দেখিয়ে ব্যাংকে লোন নিতে পারেন, কিন্তু একজন প্রতিষ্ঠিত শিল্পী যিনি ওই চাকরিজীবীর চেয়ে অনেক বেশি আয় করেন, নিয়মিত আয়কর দেন, সমস্ত কাগজপত্র জমা দেয়ার পরও সামান্য একটি হোম লোন পান না।’

সুবর্ণা আরও বলেন, ‘আমি ব্যাংককে দোষারোপ করছি না, তারা তাদের নিয়ম ও পলিসির মধ্যে থাকে। শুধু ভরসা করতে পারছে না, একজন শিল্পী মাসে মাসে লোনের টাকা শোধ করতে পারবে। কারণ শিল্পী কোনো স্বীকৃত পেশা নয়।’

সুবর্ণা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রেখে বলেন, ‘আপনি আমাদের সহায়, বারবার আমরা আপনার কাছেই ফিরে আসি। শিল্পী সমাজকে তাদের দীর্ঘদিনের বঞ্চনার হাত থেকে রক্ষা করুন। শিল্পীর পেশাকে স্বীকৃতি দিন।’

সুবর্ণা মুস্তাফার বক্তব্যের ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন চলচ্চিত্র শাকিব খান ও জয়া আহসানসহ অনেকে।

ভিডিওটি শেয়ার করে ফেসবুকে শাকিব লিখেছেন ‘দেশের আপামর শিল্পীর কণ্ঠস্বর হয়ে কথা বলার জন্য ধন্যবাদ আমার ভীষণ প্রিয় ও শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা ম্যাডামকে। আপনার মতো প্রকৃত শিল্পী যখন মহান জাতীয় সংসদ অধিবেশনে শিল্পীদের সম্মান ও অধিকারের কথা বলেন, তখন আমরা অনুপ্রাণিত হই আর সাহস পাই। স্বপ্ন দেখি সুন্দর আগামীর। ’